প্রেমিকের বুক ফাটেতো মুখ ফোটে না | পাঁচফোড়ন ভালোবাসা দিবস ২০২৪ পর্ব

এখন সর্বক্ষেত্রে নারী-পুরুষ সম অধিকার একটি বহুল চর্চিত বিষয়। নারী-পুরুষের সমতার মানে হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ থাকবে, সমান সুযোগ-সুবিধা থাকবে এবং সমান অধিকার ভোগ করবে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় ছেলেরাই বেশিরভাগ দায়িত্ব পালন করে। বিশেষ করে খরচের দিক থেকে। অথচ বেশিরভাগ প্রেমই হয় বেকার অবস্থায়। তাই প্রেম চলাকালীন খরচের ক্ষেত্রেও প্রেমিক-প্রেমিকার সম অধিকার প্রতিষ্ঠায় কয়েকজন প্রেমিক মিলে গড়ে তুলেছেন একটি প্রেমিক সংগঠন। করতে চান সমাবেশ। চলুন দেখি এই প্রেমিকদের সংগঠনের আর কি দাবি-দাওয়া রয়েছে। এমনই একটি বিষয়ের উপর ১৪ই ফেব্রুয়ারি, বুধবার-২০২৪ তারিখে এটিএন বাংলায় প্রচারিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে এই নাট্যাংশটি প্রচার করা হয়।

Panchphoron Valentine’s Day 2024 episode: https://youtu.be/nyb-CB-qvFE

___________________________________
Enjoy & stay connected with us!