তাঁত শ্রমিক বাদশার সামাজিক সংস্কারের অনন্য উদ্যোগ | ইত্যাদি পাবনা পর্ব ২০১৭

পুরোনো একখানা সাইকেল নিয়ে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাঁত শ্রমিক বাদশা আলম। সাইকেলে চড়ে গ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করেন। শুধু বীজ বিতরণই নয়, বীজ বপন থেকে শুরু করে কৃষকদের চাষেও সহায়তা করেন তিনি। স্থানীয় ব্যক্তিদের কাছে তিনি ‘সাইকেল বাদশা’ নামে পরিচিত। বাড়ি পাবনার বেড়া উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে জগন্নাথপুর গ্রামে।
বীজ দেয়ার পাশাপাশি গ্রামের মানুষের নানান প্রয়োজনে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে বাদশা। নিঃস্বার্থ এই মানুষটির উপর ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত ইত্যাদির পাবনা পর্বে একটি প্রতিবেদন প্রচার করা হয়। তার এই সুন্দর উদ্যোগকে আরো এগিয়ে নেয়ার জন্য দেয়া হয় আর্থিক সহায়তা।

Ityadi Pabna episode: https://youtu.be/b5mzNJiJsCI

___________________________________
Enjoy & stay connected with us!