শোনা কথায় কান দিবেন না | ইত্যাদি অক্টোবর ১৯৯৭ পর্ব

যাচাইবিহীন তথ্য বা গল্প, যা মৌখিক বা লিখিত যোগাযোগের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে সেটাই গুজব। আর এই গুজব ছড়ানোর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় মানুষের আবেগকে। আমরা যতই এসব গুজব বা কানকথায় কান না দেওয়ার কথা বলি, তারপরও গুজব রটে এবং নানা ধরণের কাণ্ডকারখানা ঘটে। তারই একটি নমুনা তুলে ধরে ১৯৯৭ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদিতে একটি নাট্যাংশ করা হয়।

___________________________________
Enjoy & stay connected with us!