বিয়ে বাড়িতে রোগীদের জন্য বিশেষ খাবার | ইত্যাদি পাবনা পর্ব ২০১৭

কথায় আছে, ‘পেটে খেলে পিঠে সয়’-কিন্তু সব খাবার সবার পেটে সয় কিনা এ কথক সে বিষয়ে কিছু না বললেও আমরা জানি রোগবালাই শরীরে বাসা বাঁধার পর অনেক খাবারের ব্যাপারেই ‘নিষেধাজ্ঞা’ আরোপ হয়ে যায়। তবে উৎসব-আনন্দে অধিকাংশ ক্ষেত্রেই অন্য ব্যবস্থা না থাকায় অনেকের পক্ষেই এই নিষেধাজ্ঞা মেনে চলা সম্ভব হয় না। তাই সবাই যাতে শারীরিক অবস্থা বিবেচনায় যার যার পছন্দের খাবার খেতে পারেন সে জন্য এক ব্যক্তি বের করেছেন একটি মোক্ষম উপায়। সেই উপায় নিয়েই ইত্যাদির ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের পাবনা পর্বে একটি নাট্যাংশটি প্রচারিত হয়।

Ityadi Pabna episode: https://youtu.be/b5mzNJiJsCI

___________________________________
Enjoy & stay connected with us!