বন্যা শুরুর পরে ডম্বুর বাঁধের প্রথম ভিডিও

বাংলাদেশের ভয়াবহ বন্যার সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম ব্যাপকভাবে আলোচিত হয়।
বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ওই বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে বন্যা হয়েছে। সেই অভিযোগ নাকচ করে দিয়েছিলেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী।
তিনি জানান যে ওই বাঁধের পিছনে জলাধারের ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি হলে স্লুইস গেট স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায়।
একই সঙ্গে ওই বাঁধ অঞ্চলে পৌঁছন যায় নি গত কয়েকদিন। জানা যায় নি সেখানকার প্রকৃত চিত্র।
শনিবার বিকেলে ওই বাঁধে কর্মরত এক সিনিয়র অফিসার আগরতলায় যোগাযোগ করেন। তারই পাঠানো ভিডিও এসেছে বিবিসি বাংলার হাতে।
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল কন্টেন্ট। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: bbcbangla.com
ফেসবুক: https://www.facebook.com/BBCBengaliService/
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews