সত্য তথ্যে চিত্র বিচিত্র | ইত্যাদি জুন ১৯৯৫ পর্ব

ধরিত্রীতে চরিত্র অর্থাৎ যে চরিত্র থাকলে, তাকে চরিত্রবান বলা হয়-সেই চরিত্র খুঁজে পাওয়া কঠিন হলেও নানা চরিত্রের মানুষের অভাব নেই। এবং তাদের এক এক জনের কথাবার্তারও জবাব নেই। এমনি কয়েকজন বিচিত্র চরিত্রের মানুষের মুখোমুখি হয়েছেন একজন লেখক, উদ্দেশ্য তাদের জীবনচিত্র-চাল চরিত্র নিয়ে ‘চিত্র কি বিচিত্র’ নামে একটি বই লিখবেন। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ১৯৯৫ সালের জুন মাসে প্রচারিত ইত্যাদিতে। নাট্যাংশটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাইফুদ্দিন আহমেদ, অমল বোস, আরিফুল হক, মঞ্জুর হোসেন, মুজিবুর রহমান দিলু ও জিল্লুর রহমান।

___________________________________
Enjoy & stay connected with us!