ভাইরাস না ভাইরাল? | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

আজকাল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম উদ্ভট কর্মকাণ্ডের মাধ্যমে অনেকেই আলোচনায় আসেন, ভাইরাল হন। প্রথাগতভাবে তারকা না হয়েও কেউ কেউও অনেক সময় হঠাৎ করেই চলে আসেন লাইমলাইটে, হয়ে যান পরিচিত। এসব তথাকথিত ভাইরাল সেলিব্রেটিদের বিভিন্ন কার্যকলাপে কে কি মনে করলো, কাজটি উচিত কি অনুচিত সেদিকে লক্ষ্য না করে তারা ব্যস্ত থাকেন ভিউ বাড়ানোর চেষ্টায় অর্থাৎ ডলার কামানোর ধান্ধায়। ২০২৪ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে এরকমই কিছু অনলাইন সেলিব্রেটির চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক’জন নাট্যপ্রেমী শিক্ষার্থী, আর এই পর্বটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ।

Eid ityadi 2024 Full Episode: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________
Enjoy & stay connected with us!