ভাস্কো-দা-গামার ডায়েরি | অন্তিম পর্ব | Treasure Hunt | Adventure audio story | গুপ্তধন | Suspense

Treasure Hunt | ভাস্কো-দা-গামার ডায়েরি অন্তিম পর্ব | Adventure | গুপ্তধনের সন্ধানে | Suspense | জঙ্গলের অভিযান

লুথার এবং মার্টিন দুই ভাই তারা থাকে সাউ পাওলো বন্দরের সামনে একটি পতিতা পল্লীতে। তাদের মা খুব অসুস্থ হওয়ায় তাদের দুজনকে একা রেখেই গত হন। তবে মার্টিনকে একটি ডায়েরি ও ম্যাপ দিয়ে যান। যা নাকি অভিশপ্ত। তার মায়ের শেষ ইচ্ছে ছিল সেই ম্যাপ এবং ডায়েরি যেন মার্টিন তার মায়ের কবরে দিয়ে দেই। কিন্তু কোনো বিশেষ কারণে সে সেটা পারেনা। পরে মার্টিন একদিন রাতে ঠিক করে সেগুলো জলে ফেলে দেবে। রাতে সন্তর্পণে এসে যখন সেগুলো ফেলতে যাবে এমন সময় লুথার এসে যায় এবং তাদের দুজনের হাতাহাতিতে মার্টিন সমুদ্রের জলে পড়ে হারিয়ে যায় চিরকালের জন্য।
মনের দুঃখে লুথার জাহাজে কাজ নিয়ে নেই। বেরিয়ে পড়ে তিমি শিকারীদের সঙ্গে। প্রায় দুবছর ধরে শীকার করার পর। তারা ফিরে আসে লিসবনে। ততদিনে লুথারের বেশ কিছু বন্ধু হয় এবং পরে সে ক্যাপ্টেন স্কটের মেয়ে এমির প্রেমে পড়ে। ওদিকে ক্যাপ্টেন লুথারকে নিজের বাড়িতে থাকতে দেন কিন্তু সে সবসময় অন্যমনস্ক থাকায় কারণ জিজ্ঞেস করে। ফলে সে জানায় সেই ডায়েরির কথা। এই ডায়েরি আসলে বুফো পাওলো অর্থাৎ লুথারের বাবার। সে ভাস্কো-দা-গামার এক বিশ্বস্ত সঙ্গী ছিল। সেখানে সে লেখে ভাস্কোর ভারত অভিযান এবং তার বর্বরতার কথা । সেখানেই লেখা থাকে এক দ্বীপের কথা যেখানে ভাস্কো তার গুপ্তধন লুকিয়ে রেখেছে। লুথাররা প্রতিজ্ঞা করে এই গুপ্তধন তারা খুঁজে বের করবে। গল্পের পরবর্তী অংশ এরপর...

Narrated by - Subhankar Debnath
Luther and Martin's Mother - Ruvina
Luther - Sankha Biswas
Captain Scott Browney - Debasish Sengupta
Buffo Paolo - Sourav Saha
Jonathan - Sayantan
Martin - Sumon
Innkeeper and Mermaid - Adhyay
Amy - Barnali
Fernando Guccio and Omari - Ivan
Drunken Sailor, Chorus - Bipul
Elhimo - Riddhi
Direction and Soundscape - Bipul
Scripted by - Debasmita
Poster Design - Creatomania
Special Thanks - Mrittika

Contact us : [email protected]

Treasure Hunt | ভাস্কো-দা-গামার ডায়েরি | গুপ্তধনের সন্ধানে | Sunday Suspense | Rahasya Adventure | End Part

#