কক্সবাজারে ইত্যাদি, ‘বিহাইন্ড দ্য সিন-পর্দার পেছনের গল্প’ | ইত্যাদি কক্সবাজার পর্ব ২০১৭

কক্সবাজার-বাংলাদেশের প্রধান পর্যটন জেলা। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই জেলায় প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভ্রমণপিয়াসী পর্যটক ঘুরতে আসেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদি ধারণের জন্য এই জেলাকেই বেছে নেয়া হয়। কক্সবাজারের হিমছড়ি যাবার পথে মেরিন ড্রাইভের পাশে দরিয়া নগরে-সামনে পাহাড় এবং পেছনে সমুদ্র রেখে মাঝখানের সৈকতে দর্শক বসার এবং ইত্যাদির মঞ্চ নির্মাণের উপযোগী করে ধারণ করা হয় ইত্যাদির কক্সবাজার পর্ব। কক্সবাজারের বিভিন্ন দুর্গম স্থানে গিয়ে তুলে ধরা হয় এর নান্দনিক সৌন্দর্য, দেখানো হয় বিভিন্ন বিষয়ের উপর প্রতিবেদন। এসবের পর্দার পেছনের গল্প নিয়েই বানানো হয়েছে এই ভিডিওটি।

Ityadi Cox's Bazar Full episode: https://youtu.be/7MWrnrNRXaE

___________________________________
Enjoy & stay connected with us!