আলোচনার শীর্ষে ছাগল | ইত্যাদি কুমিল্লা পর্ব ২০০৯

ছাগল একটি অতিশয় নিরীহ প্রাণী। তবে আমাদের কালচারে ছাগলামি খারাপ অর্থে ব্যবহার করা হয়। নির্বোধের মত কিছু করলে বলা হয়। এই নিরীহ গোবেচারা প্রাণীটিই এখন দেশজুড়ে আলোচনার শীর্ষে। ছাগলের ভয়ে কাঁপছে দেশের অনেক রথী-মহারথী। পত্রিকা ও টেলিভিশনের সংবাদের প্রধান শিরোনাম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ছাগলময়। তবে এর বহু আগে ২০০৯ সালের মে মাসে প্রচারিত ইত্যাদির কুমিল্লা পর্বের একটি নাট্যাংশেরও প্রধান ভূমিকায় ছিলো ছাগল। কিন্তু সেখানে ছাগলের ভূমিকা কি ছিলো, সেটাই চলুন দেখি এই নাট্যাংশে।

Ityadi Comilla episode: https://youtu.be/rya14UjuJCw

___________________________________
Enjoy & stay connected with us!