হেড বল জাদুকর হালিম-গিনেস বুকে হ্যাটট্রিকের রেকর্ড | ইত্যাদি কক্সবাজার পর্ব ২০১৭

ফুটবল মানেই পায়ের জাদু। অথচ মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হালিম ফুটবলে দেখাচ্ছেন মাথার জাদু! মাথা দিয়ে ফুটবল নাচান তিনি। আর এমন ফুটবল কসরত করেই ২০১২, ২০১৬ ও ২০১৭ সালে তিনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। ফুটবল নিয়ে যিনি অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন।
উল্লেখ্য ১৯৯৫ সালের ৩১ মার্চ প্রচারিত ইত্যাদিতেই আবদুল হালিমকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। তৃতীয়বার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পর ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির কক্সবাজার পর্বে বাংলাদেশের এই খ্যাতিমান ফুটবল প্রদর্শককে আর একবার ইত্যাদিতে তুলে ধরা হয়, দেখানো হয় ফুটবল নিয়ে তার ভিন্নধর্মী নৈপুণ্য, নেয়া হয় সাক্ষাৎকার।

Ityadi Cox's Bazar Full episode: https://youtu.be/7MWrnrNRXaE

___________________________________
Enjoy & stay connected with us!