সন্তানদের নিয়ে বাবা-মার কেন এই চিন্তা? | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

ছোটবেলায় অভিভাবকরা সন্তানদের শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎ পথে চলতে-বড় হয়ে সেই সন্তান যদি ভিন্ন পথে চলে তাহলে কি হয়? সামাজিক অবক্ষয়ের এমনি নানান বাস্তব চিত্র তুলে ধরে চারজন অভিভাবকের প্রাণবন্ত সুরে সুরে আলাপের একটি পর্ব প্রচারিত হয় ১২-এপ্রিল, শুক্রবার ২০২৪ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে। জনপ্রিয় অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, আল মামুন ও সাবেরী আলম-এর অভিনয়ে ওই আলাপচারিতায় তাঁদের ছেলেমেয়েদের নৈতিক অবক্ষয়ের বিষয়টি উঠে এসেছে।
উল্লেখ্য দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও টিভি পর্দায় উপস্থিত হয়েছেন এক সময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিশেষ দ্রষ্টব্যে’র উপস্থাপক আল মামুন।

কণ্ঠ : পুলক অধিকারী। জনি। মোমিন বিশ্বাস। নোশিন তাবাসসুম স্মরণ।
সংগীতায়োজন : মেহেদী।

Eid ityadi 2024 Full Episode: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________
Enjoy & stay connected with us!