ব্যবহার বিভ্রাট | Bebohar Bibhrat | TRAILER | Hanif Sanket | Eid-ul-Azha Natok 2024

বরেণ্য নির্মাতা হানিফ সংকেত এর ঈদের বিশেষ নাটক ‘ব্যবহার বিভ্রাট’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮টা ৫০ মিনিটে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম।
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।
নাটকটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেড এর সৌজন্যে।

___________________________________
Enjoy & stay connected with us!