ইত্যাদির ক্যামেরায় সাগরপাড়ের নৈসর্গিক ‘কুতুবদিয়া ও মহেশখালী’ | ইত্যাদি কক্সবাজার পর্ব ২০১৭

বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত কক্সবাজারের উপকূলীয় দুই দ্বীপ মহেশখালী ও কুতুবদিয়া। এর মধ্যে মহেশখালী দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। নৈসর্গিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ এই দুই উপজেলার প্রাকৃতিক সম্পদ, সম্ভাবনা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনাচার নিয়ে ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির কক্সবাজার পর্বে একটি প্রতিবেদন করা হয়।

Ityadi Cox's Bazar episode: https://youtu.be/7MWrnrNRXaE

___________________________________
Enjoy & stay connected with us!