চোখ যে মনের কথা বলে | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

‘চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কী হবে?’-এই গানটির মতই মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তার পছন্দ-অপছন্দ ও আত্মপরিচয়। কারো কাছে যা সুন্দর, কারো কাছে তা অসুন্দর। কারো কাছে যা শৈল্পিক, কারো কাছে তা কুৎসিত। সবকিছুই নির্ভর করে যার যার দৃষ্টিভঙ্গি, রুচিবোধ ও মানসিকতার উপর। এসব বিষয় নিয়েই নির্মিত একটি নাট্যাংশ প্রচারিত হয় ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!