ভাগ্নের ধান্ধা-মামাও নাছোড়বান্দা | ইত্যাদি কক্সবাজার পর্ব ২০১৭

আজকাল অনেকেই ছবি বানান, দেশ-বিদেশের অনেক পুরস্কারও পান কিন্তু দেশের সিনেমা হলে সেসব ছবি সেভাবে চলে না। রাজধানীর দুই একটি হলে মুক্তি দেয়া হয়। তারপর পত্র-পত্রিকা, টেলিভিশন চ্যানেল আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় পাবলিসিটি। এখনকার সিনেমায় তেমন কোন গল্প খুঁজে পাওয়া না গেলেও প্রচার-প্রচারণায় এদের জুড়ি নেই। দর্শক নয় এদের মূল উদ্দেশ্যই থাকে পুরস্কার। ফলে সাধারণ মানুষ না দেখলেও এসব ছবি ডজন ডজন পুরস্কার পায়। আর এদের পুরস্কার পাওয়া দেখে দর্শকরা অবাক হন। তেমনই একজন নির্মাতাকে সঙ্গী করে ভাগ্নে করছেন পুরস্কারের ধান্ধা, তবে যথারীতি এবারও মামা নাছোড়বান্দা। ‘মামা-ভাগ্নে’র এই পর্বটি প্রথম প্রচারিত হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির কক্সবাজার পর্বে।

Ityadi Cox's Bazar episode: https://youtu.be/7MWrnrNRXaE

___________________________________
Enjoy & stay connected with us!