পাগল হয়ে বন্ধু | খালিদ হাসান মিলু | Pagol Hoye Bondhu | Khalid Hassan Milu | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

খালিদ হাসান মিলু-বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, ক্ষণজন্মা এই সংগীতশিল্পীর ইত্যাদিতে গাওয়া সবগুলো গানই সে সময় ব্যাপক প্রশংসিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি গান ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে গাওয়া ‘পাগল হয়ে বন্ধু, পাগল বানাইলি পাগল’। সংগৃহীত কথা ও সুরের জনপ্রিয় এই লোকসংগীতটি নতুন করে সংগীতায়োজন করেছিলেন পার্থ বড়ুয়া। গানটি সেসময় তুমুল জনপ্রিয়তা লাভ করে। ।
উল্লেখ্য এই শিল্পীর সপরিবারে জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটি প্রচারিত হয়েছিলো ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!