ঘুষ হিসেবে জুতা দান | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

আমরা জানি, ঘুষ নেয়া ও দেয়া দুটোই অবৈধ কাজ। তারপরও আমাদের সমাজে প্রকাশ্যে-অপ্রকাশ্যে ঘুষের লেনদেন হরহামেশাই ঘটছে। যাদের ঘুষ দিয়ে কাজ করাতে হয়, তারা ঘুষের পরিমাণ পূর্বানুমান করতে পারেন এবং সেই অনুযায়ী বরাদ্দও রাখেন। তবে মাঝে মধ্যে এই পূর্বানুমান মিথ্যে প্রমাণিত হলে ঘুষ দাতাকে কি পরিমাণ দুর্ভোগে পড়তে হয় তার উপরই ১২-এপ্রিল, শুক্রবার ২০২৪ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির এই নাট্যাংশটি তৈরি করা হয়েছে। যেখানে দুর্নীতিবাজ কর্মকর্তাকে জুতা উপহার দিয়ে কৌশলে জুতা মারার দিকেই ইঙ্গিত প্রদান করা হয়েছে।

Eid ityadi 2024 Full Episode: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________
Enjoy & stay connected with us!