সিরাজ আলি - অপরাধী হইলেও আমি তোর (বারী সিদ্দিকী)

আমি তোর পিরীতের মরা
তুই চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী হইলেও আমি তোর।।

আমায় যদি দাও তাড়াইয়া
এমন জায়গা নাইরে গিয়া
এই অভাগার জুড়াইতাম অন্তর
তুমি যদি ভিন্ন বাস
আমি তোরে কইনা পর।।

কত দুঃখ আমার বুকে
দেইখা হাসে পাড়ার লোকে
তর কি নাই কলঙ্কেরই ডর রে বন্ধু
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর।।