চিকিৎসকের চেম্বারে চোর | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

চুরি জিনিসটাকে আমাদের সমাজ কখনোই ভালো চোখে না দেখলেও এটি রীতিমতো প্রতিষ্ঠিত একটি পেশা। যুগ যুগ ধরে একটা শ্রেণির মানুষ চুরি করে জীবিকা নির্বাহ করে আসছে। কেউ কেউ অগাধ ধন-সম্পদের মালিক হচ্ছে, অভিজাত হচ্ছে। হচ্ছে প্রতাপ ও প্রভাবশালী। কেউবা আবার খেয়েপরে বেঁচে যাচ্ছে, থাকছে কোনো রকম। এমনি এক ছিঁচকে চোর ধরা পরে মার খেয়ে গেছেন ডাক্তারের চেম্বারে, ডাক্তারও আবার উৎসাহী চুরি ও চোরের ব্যাপারে। শুনুন ‘চোর, চুরি ও পুকুর চুরি’ বিষয়ে চোরের আত্মকথনমূলক কথোপকথন। নাট্যাংশটি ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে দেখানো হয়।

___________________________________
Enjoy & stay connected with us!