মধু হই হই বিষ খাওয়াইলা | Modhu Hoi Hoi Bish Khawaila | রবি চৌধুরী | জাহিদ | ইত্যাদি কক্সবাজার পর্ব

কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ-ইউটিউবের কল্যাণে যার জীবন বদলে গেছে। আপন ঢংয়ে গেয়ে রাতারাতি তারকা বনে যান জাহিদ। আগে খালি গলায় গান গাইলেও এখন সে আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে গায়। ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির কক্সবাজার পর্বে চট্টগ্রামের সন্তান জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী সঙ্গে দ্বৈতকণ্ঠে পরিবেশন করেছেন তার জীবন বদলে যাওয়া গান ‘মধু হই হই, বিষ খাওয়াইলা’ গানটি। গানটির সাথে ইউকেলিলি বাজিয়েছেন জাহিদের আবিষ্কারক ইমরান হোসাইন। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

Ityadi Cox's Bazar episode: https://youtu.be/7MWrnrNRXaE

___________________________________
Enjoy & stay connected with us!