যে পথে এমপি আনোয়ারুলের দেহাংশ নিয়ে যাওয়া হয়েছিল । BBC Bangla

#আনোয়ারুলআজীম #এমপিআনোয়ারুল #AnwarulAzimAnar #MPanwarul

বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে ১৩ই মে হত্যা করার পরে যে পথে তার দেহাংশ লোপাট করা হয়েছিল বলে ওই ঘটনায় পশ্চিমবঙ্গ সিআইডির হেফাজতে থাকা অভিযুক্ত জিহাদ হাওলাদার বর্ণনা করেছেন, সেই পথ শনিবার ঘুরে দেখেছে বিবিসি বাংলা।

তদন্তকারীরা জিহাদ হাওলাদারকে জেরা করে জানতে পেরেছেন যে কলকাতা সংলগ্ন নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেন্সে মি. আজীমকে হত্যা করার পরে সেখানেই তার শরীর থেকে চামড়া আলাদা করে ফেলে পেশায় কসাই এই জিহাদ হাওলাদার।

পশ্চিমবঙ্গ সিআইডির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এরপরে মাংস ও হাড় আলাদা করা হয় এবং মাংস ছোট ছোট টুকরো করে কাটা হয়।

সেগুলি অনেকগুলি প্যাকেটে ভরে আততায়ীরা বের হয়েছিল সঞ্জীভা গার্ডেন্সের চার নম্বর গেট দিয়ে।

সেখান থেকেই শনিবার যাত্রা শুরু করে বিবিসি ঘটনাস্থল ঘুরে দেখেছে।

কলকাতা থেকে বিবিসির অমিতাভ ভট্টশালী ও শিব শংকর চ্যাটার্জির প্রতিবেদন

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: bbcbangla.com
ফেসবুক: https://www.facebook.com/BBCBengaliService/
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews