বাংলা ছায়াছবির গানে শমী কায়সার ও নোবেল ‘চুপি চুপি বল কেউ জেনে যাবে’ | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

দেশের মডেলিং জগতের অন্যতম দিকপাল আদিল হোসেন নোবেল এবং মঞ্চ ও টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সারকে দিয়ে ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে পুরনো দিনের বাংলা ছায়াছবির একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করা হয়। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন পলাশ ও রিজিয়া পারভীন।

মূল গান: চুপি চুপি বল কেউ জেনে যাবে...
ছবি: নিশান।
গীতিকার: দেওয়ান নজরুল শেখ
সুরকার: মনসুর আলী
কণ্ঠশিল্পী: রুনা লায়লা ও খুরশীদ আলম।

___________________________________
Enjoy & stay connected with us!