স্বামীর আয়, স্ত্রীর ব্যয় ও ন্যায় অন্যায় | ইন্তেখাব দিনার | সারিকা সাবরিন | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

ঈদ এলে অনেকেই গ্রামের বাড়িতে কিংবা আত্মীয়-স্বজনের সাথে ঈদ না করে চলে যান বিভিন্ন স্থানে ঘুরতে। কেউবা যান দেশের বাইরে। আবার অনেক স্ত্রীই স্বামীর আয়ের দিকে লক্ষ্য না করে ঈদে চান দামী দামী উপহার। আর এ কারণেই অনেক স্বামী অবৈধ আয়ের দিকে পা বাড়াতে বাধ্য হন। এইসব চিত্র আজকাল অনেক ঘরেই দেখা যায়। এসব বিষয় নিয়েই ১২-এপ্রিল, শুক্রবার ২০২৪ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন।

কণ্ঠ: অয়ন চাকলাদার। ইলমে তাবাসসুম।
সংগীতায়োজন: আকাশ মাহমুদ।

Eid ityadi 2024 Full Episode: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________
Enjoy & stay connected with us!