ইত্যাদির ক্যামেরায় ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর | ইত্যাদি কক্সবাজার পর্ব ২০১৭

প্রচলিত অর্থে জাদুঘর বলতে কোনো জাতির ইতিহাস-ঐতিহ্য, ভাষা, কৃষ্টি, সংগ্রাম ও সংস্কৃতির নিদর্শনের সংগ্রহশালাকে বোঝায়। কালের ধারাবাহিকতায় দেশ-বিদেশে অনেক জাদুঘর প্রতিষ্ঠিত হলেও জাতির শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের গুরুত্বপূর্ণ নিদর্শন স্থান পায়নি এসব জাদুঘরে। তাই খেটে খাওয়া মেহনতি মানুষের যুগ-যুগান্তরের জীবনযুদ্ধ, এর উপকরণ, বৈচিত্র্য ও চেতনাকে ধারণ করে ঠাকুরগাঁও শহরতলীর পূর্ব আক্চা গ্রামে গড়ে তোলা হয়েছে একটি ব্যতিক্রমী জাদুঘর। নাম ‘লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর’। ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির কক্সবাজার পর্বে এই জাদুঘরের বিস্তারিত তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়।

Ityadi Cox's Bazar episode: https://youtu.be/7MWrnrNRXaE

___________________________________
Enjoy & stay connected with us!