বিয়ে কার-নাতির না দাদার? | ইত্যাদি কক্সবাজার পর্ব ২০১৭

মানুষের জীবনের সাফল্য-ব্যর্থতা গ্রহ-নক্ষত্র-চন্দ্র-সূর্য কিংবা সংখ্যার উপর নির্ভর করে, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তারপরও মানুষ পত্রিকায় প্রকাশিত রাশিচক্র, রাশিফল বেশ আগ্রহ নিয়েই পড়ে। আসলে প্রতিটি রাশিফলেই এমন কিছু শব্দ থাকে, যেগুলো পাঠককে আগ্রহী করে তোলে। তেমনি দুজন আগ্রহী পাঠক নাতি ও দাদা মিলে পড়ছেন রাশিফল, তবে পত্রিকায় ঘোষিত রাশিফল তাদের জীবনে কতটা সফল-কতটা বিফল সেটা আপনারা নিজ চোখেই দেখুন। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির কক্সবাজার পর্বে।

Ityadi Cox's Bazar episode: https://youtu.be/7MWrnrNRXaE

___________________________________
Enjoy & stay connected with us!