এ কেমন সাইনবোর্ড? | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

ঢাকা শহরে সাইনবোর্ডের ব্যবহার ঠিক কবে থেকে শুরু হয় তার সঠিক উত্তর পাওয়া যায় না। তবে আজকাল এই শহরের বিভিন্ন দোকান, মূল সড়ক, অলিগলি সর্বত্রই সগর্বে বিরাজমান বিচিত্র রঙের, বিচিত্র বর্ণের ও বানানের এবং নির্দেশনামূলক নানা প্রকারের সাইনবোর্ড। এর মধ্যে অনেক সাইনবোর্ড আছে, যা দেখে চমকে উঠে থমকে যান অনেকেই। থমকে গেছে ইত্যাদি টিমও। চলুন দেখি থমকানোর কারণ কি? পর্বটি প্রথম প্রচারিত হয় ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!