কেন এই বৃদ্ধের ইংরেজি শিক্ষা? | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

কথায় আছে, ‘জানার কোনো শেষ নেই, শিক্ষার কোন বয়স নেই’। আসলে শেখার অনেক বিষয়ই আমাদের সামনে আছে। এই শেখা কেউ দেখে শেখে-কেউ ঠেকে শেখে-কেউ বই পড়ে শেখে-কেউ বেকায়দায় পড়ে শেখে। তবে এই বৃদ্ধ যা শিখছেন, যার জন্য শিখছেন এবং যেভাবে শিখছেন তা কতটুকু কাজে দিবে আপনারাই বিচার করুন। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!