পিরিতি না মানে রীতি | পাঁচফোড়ন ভালোবাসা দিবস ২০২৪ পর্ব

দুটি বর্ণ সমন্বয়ে একটি শব্দ প্রেম। যা মানে না বাঁধা, মানে না বৈষম্য। আসলে আবেগ ও ভালোবাসা হৃদয় থেকে আসে। ফলে প্রেমিক-প্রেমিকার ভালোবাসার পথে অর্থনৈতিক, সামাজিক বা অন্য কোনো বাধা জয়ী হতে পারে না। তবে গল্প-কথায় এমন অনেক উদাহরণ থাকলেও বাস্তবে যখন কোন অভিভাবক এমন বাস্তবতার মুখোমুখি হন তখন তাদের পক্ষে সেটা মেনে নেয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ভালোবাসা ও শ্রেণি বৈষম্যের উপর ১৪ই ফেব্রুয়ারি, বুধবার-২০২৪ তারিখে এটিএন বাংলায় প্রচারিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে একটি নাট্যাংশ প্রচারিত হয়।

Panchphoron Valentine’s Day 2024 episode: https://youtu.be/nyb-CB-qvFE

___________________________________
Enjoy & stay connected with us!