মার খেয়েও আনন্দ | ইত্যাদি আগস্ট ১৯৯৭ পর্ব

হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এ যেন আমাদের আবেগেরই চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে এমনও অনেকে আছেন যিনি অন্যের বিপদে আনন্দ পান, অন্যের কষ্টে সুখ অনুভব করেন। শুধু তাই নয়, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হলেও তাতে ভ্রুক্ষেপ নেই। এইসব বিষয় নিয়েই নির্মিত একটি নাট্যাংশ প্রচারিত হয় ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!