ভালোবাসার দুশ্চিন্তায় অভিভাবক | পাঁচফোড়ন ভালোবাসা দিবস ২০২৪ পর্ব

বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের নিয়ে মা-বাবারা এমনিতেই নানান চিন্তায় থাকেন। এসব চিন্তার মধ্যে একটি প্রধান চিন্তা হচ্ছে, সন্তান কার সঙ্গে কখন কোন সম্পর্কে জড়িয়ে পড়ে, তা নিয়ে। কারণ যেকোনো ধরনের আবেগীয় সম্পর্ক বা প্রেমকে মা-বাবা ভয় পান। বিশেষ করে ভালোবাসা দিবসে অভিভাবকদের এই চিন্তা আরো বহুগুণে বেড়ে যায়। এমনই একটি বিষয়ের উপর ১৪ ফেব্রুয়ারি, বুধবার-২০২৪ তারিখে এটিএন বাংলায় প্রচারিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে এই নাট্যাংশটি প্রচার করা হয়।

Panchphoron Valentine’s Day 2024 episode: https://youtu.be/nyb-CB-qvFE

___________________________________
Enjoy & stay connected with us!