আশা ভালোবাসা ও হতাশা | পাঁচফোড়ন ভালোবাসা দিবস ২০২৪ পর্ব

যারা কাঙ্ক্ষিত মানুষের ভালোবাসা পান তাদের হৃদয়ে সুখের দোলা দেয় আর যারা পান না বা না পেয়ে হারিয়ে ফেলেন তাদের হৃদয়ে হাহাকারের সুর বেজে উঠে। আসলে হৃদয় ভঙ্গের কষ্টের মতো ব্যাপার কমই আছে। সারাজীবন কাটানোর মতো প্রতিশ্রুতি থাকা একটি ভালোবাসার হঠাৎ করেই যখন পরিসমাপ্তি হয়ে যায়, তখন সে দিশেহারা হয়ে যায়। ভালোবাসা দিবসে এমনি এক দিশেহারা প্রেমিকের মুখোমুখি জনৈক কনটেন্ট ক্রিয়েটর। তাদের দু’জনের মুখোমুখি আলাপনের এই নাট্যাংশটি ১৪ই ফেব্রুয়ারি, বুধবার-২০২৪ তারিখে এটিএন বাংলায় প্রচারিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে প্রচার করা হয়।

Panchphoron Valentine’s Day 2024 episode: https://youtu.be/nyb-CB-qvFE

___________________________________
Enjoy & stay connected with us!