মাইজভাণ্ডারী গান - নূরের ছবি দীনের খুবি মাওলানা (ছৈয়দ আবুল বশর)

নূরের ছবি দীনের খুবি মাওলানা,
দোজাহানের বাদশা তুমি,মাওলানা।

খোদার হাবিব তুমি,নবীজির পেয়ারা তুমি,
আশেকানের নয়ন মণি মাওলানা।

মক্কা ও মদিনায় তুমি,বাগদাদে আজমীরে তুমি,
সর্ব স্হানে আছ তুমি মাওলানা।

আওলিয়া সর্দ্দার তুমি,দীন হীন ভিখারী আমি,
নতশিরে তোমায় নমি,মাওলানা।

আওয়ালে আখেরে তুমি,জাহেরে বাতেনে তুমি,
প্রেম জগতের মালিক তুমি,মাওলানা।

অধীন 'বশরে' তুমি,ত্বরাইও প্রাণ স্বামী,
থাকিও না কভু ভুলে,মাওলানা।