Foreigners' Segment - বিদেশিদের পর্ব | Behind The Scenes | Eid ityadi 2024 Episode

বিগত প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। বিদেশি হয়েও তারা এ দেশি সাজে, এ দেশি ভাষায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। বিদেশিরা নিভৃত পল্লীতে গিয়ে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের উপহার দেন বছরে একটিবার এই বিদেশি পর্বটি। বাজারে কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য এবং প্রান্তিক কৃষকদের নানা সমস্যার উপর করা হয়েছে এবারের পর্ব। এবারের পর্বে কৃষক-শ্রমিক-জেলেরা তাদের সুখ-দুঃখের কথা বলেছে।
যেহেতু বিদেশিরা এ দেশে অনেক ব্যস্ত সময় কাটান, তাই এ ধরণের অনুষ্ঠানের জন্য নিয়মিত মহড়া দেয়াও তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তারপরও ইত্যাদি ও হানিফ সংকেতকে ভালোবেসে তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন, নিয়মিত মহড়া দেন এবং শুটিংয়ে অংশগ্রহণ করেন। কারণ বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ এবং শিক্ষণীয় বিষয় উপস্থাপন। এই পর্বটির পর্দার পেছনের গল্প নিয়েই এই ভিডিও চিত্র।
ঈদের বিশেষ ইত্যাদি প্রথম প্রচারিত হয় ১২-এপ্রিল, শুক্রবার ২০২৪ তারিখে (ঈদের পরদিন)।


Eid ityadi 2024 Full Episode: https://youtu.be/3Mjg6KfLOgE
Ityadi foreigners’ item 2024: https://youtu.be/yQwyHKCuSMU


For more than two decades, the renowned creator Hanif Sanket has regularly featured foreign citizens in his show Ityadi, exploring our local culture, history, and traditions. Even though they are foreigners, they portray various characters in local attire and speak in the local language. These foreigners travel to secluded countryside, work tirelessly throughout the day, and present us with their gift once a year through this foreign segment. This time, the episode focuses on the exploitation of middlemen in the marketing of agricultural products and various problems faced by marginalized farmers. In this episode, farmers, laborers, and fishermen will speak about their joys and sorrows.
Since foreigners spend a lot of busy time in this country, it becomes very difficult for them to rehearse regularly for such events. Despite this, due to their love for Ityadi and Hanif Sanket, they eagerly await this episode, rehearse regularly, and participate in shooting. Because foreigners consider it a new experience in their lives, a different kind of joy, and a presentation of educational subjects. This video clip presents the behind-the-scenes story of this episode.
The special Ityadi for Eid was first aired on April 12, 2024, Friday (the day after Eid).

___________________________________
Enjoy & stay connected with us!