কর্তার বাজার দেখে কর্ত্রী হতবাক | পাঁচফোড়ন ভালোবাসা দিবস ২০২৪ পর্ব

বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিক হারে বৃদ্ধি পাচ্ছে যে, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। ফলে স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনধারণ ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে। এমনই এক মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তা গেছেন বাজারে, তবে তিনি বাজার থেকে ফেরার পর তার বাজার দেখে গৃহকর্ত্রী বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। চলুন আমরাও দেখি গৃহকর্ত্রীর বিস্ময়ের কারণ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনে কীরকম বিরূপ প্রভাব ফেলছে তার কিছুটা তুলে ধরে ১৪ই ফেব্রুয়ারি, বুধবার-২০২৪ তারিখে এটিএন বাংলায় প্রচারিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে এই নাট্যাংশটি প্রচার করা হয়।


Panchphoron Valentine’s Day 2024 episode: https://youtu.be/nyb-CB-qvFE


___________________________________
Enjoy & stay connected with us!