একাল-সেকালের বিয়ে, পরিবেশনায়: শিবলী-নিপা নৃত্যজুটি | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

আজকাল বিয়ের অনুষ্ঠানগুলো শুধু বিয়ে আর বৌভাত দুটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, থাকে নানান আয়োজন। নেচে-গেয়ে একসঙ্গে বিয়ের স্টেজে ওঠেন বর-কনে। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিয়ের রীতিনীতিও ভুলে যান অনেকে। সেকালের বিয়ে এবং একালের বিয়ের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। এসব বিষয় নিয়েই ১২-এপ্রিল, শুক্রবার ২০২৪ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা এবং দেড় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পীর অংশগ্রহণে বিশাল ও বর্ণাঢ্য আয়োজনে একটি নৃত্য পরিবেশিত হয়।
ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যেখানে নাচের প্রচলিত ধারার বাইরে বিষয় ভিত্তিক নাচ করা হয়। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। নৃত্যটিতে তুলে ধরা হয় কিভাবে সমাজকে কালো চশমা পরিয়ে শিকড় থেকে সরিয়ে অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________
Enjoy & stay connected with us!