জগৎ জুড়ে ঘুরছে ফকির | সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর জমকালো নৃত্য | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের দেশের বহু মানুষের উপার্জনের একটা ক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই উপার্জন করতে প্রয়োজন ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার। আর এটাই মূল সমস্যা।
অর্থ উপাজর্নের জন্য এসব পাওয়ার আকাঙক্ষা থেকে অনেকেই এমন অনেক কিছু করছেন, যা ঠিক নয়। যা হয়তো আমাদের মূল্যবোধের সঙ্গে মেলে না। আবার যা তাঁর নিজের জন্য, সমাজের জন্যও ভুল বার্তা দেয়। এসব নিয়ে তৈরি করা হয়েছে ঈদের বিশেষ ইত্যাদি-২০২৪ এর দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ এবং টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ।

প্যারোডি গান: জগৎ জুড়ে ঘুরছে ফকির...
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান।
সুর: সংগৃহীত।
সংগীতায়োজন: মেহেদী।
শিল্পী: পুলক অধিকারী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা ।
নৃত্য পরিচালনা: ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________
Enjoy & stay connected with us!