ফুল চাইলে ফুল দিমু | Phool Chaile Phool Dimu | Pritom Hasan & Protic Hasan | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

আমাদের গানের ভুবন বিশাল ও বৈচিত্র্যময়। ইত্যাদি সবসময়ই চেষ্টা করে গানের কথা, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে কিছুটা হলেও এই বৈচিত্র্যকে তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২৪ তারিখে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান। গানটিতে এই দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ০৮ জন তরুণ বিট বক্সার।
উল্লেখ্য প্রতীক হাসান ও প্রীতম হাসানের প্রথম পর্দা আবির্ভাবও ঘটেছিলো ইত্যাদির মাধ্যমেই। দুই ভাই একসঙ্গে প্রথম জুটি বেঁধে গান গেয়েছিলেন ইত্যাদির বরিশাল পর্বে।

Eid ityadi 2024 Full Episode: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________________________