রঙে রঙে রঙিন হব | Ronge Ronge Rongin Hobo | তাহসান | Tahsan | তাসনিয়া ফারিণ | ঈদ ইত্যাদি ২০২৪ পর্ব

ঈদ ইত্যাদির গানগুলির কথা, সুর, শিল্পী নির্বাচন ও চিত্রায়ণ বেশ ব্যতিক্রমী হয়। সেই ধারাবাহিকতায় ঈদের বিশেষ ইত্যাদি ২০২৪ এর একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন ফারিণ। উল্লেখ্য অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে গাওয়া এটিই প্রথম গান।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/3Mjg6KfLOgE

___________________________________________________