Panchphoron - পাঁচফোড়ন Trailer | পহেলা বৈশাখ ১৪৩১ পর্ব

Program name: Panchphoron (Pachforon, Paanch Phoron) পাঁচফোড়ন (পাঁচ ফোড়ন)
পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত বিশেষ পর্ব (Pohela Boishakh Special episode)

Special Thanks: Hanif Sanket
Director: Sanjida Hanif - সানজিদা হানিফ
Will be air on: ATN Bangla
On-air Date: 14 April 2024 (10:30 PM).
Production: Fagun Audio Vision

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এই পাঁচফোড়ন।
এবারের পাঁচফোড়ন উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির, সারিকা সাবরিন এবং জামিল হোসেন।
অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে পহেলা বৈশাখ ১৪৩১ (১৪ই এপ্রিল-২০২৪), রবিবার-রাত ১০:৩০ মিনিটে।
পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।
পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।


___________________________________
Enjoy & stay connected with us!