রোস্ট পোলাও রান্নার ঝামেলায় না গিয়ে ঈদের দিন প্রিয়জনের জন্য অল্প কিছু উপকরণ দিয়ে এরকম নতুন কিছু করুন

বিদেশী খাবারের নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই। মনে করি, কত কি যে করতে হবে রেসিপিটা পারফেক্ট করার জন্য! আমি একদম নতুনভাবে একটা চিকেন স্টেক করে দেখাচ্ছি। দেখে যদি মনে হয় এটা জটিল কোনো প্রক্রিয়া, আমাকে জানাবেন। এটা খাওয়ার পরে আমার ছেলে বলে, "This is the best Chicken Steak Recipe in town." একই অভিজ্ঞতা যদি আপনিও পেতে চান, তাহলে অবশ্যই রেসিপিটা একবার করে দেখবেন। আমাদের রেসিপি মিস হয় না।

তৈরী করতে লাগছে -
⚪ হাড় চর্বি ছাড়া মুরগির বুকের মাংস ৭০০ গ্রাম
⚪ ৫ টা বড় রসুনের কোয়া
⚪ মধু ২ টেবিল চামচ
⚪ সয় সস ১ টেবিল চামচ
⚪ ওয়েস্টার সস ২ টেবিল চামচ
⚪ লবণ ০.৫ চা চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ১ চা চামচ

〰〰〰〰〰〰〰〰〰〰〰