ওরে আয় আয় আয় সাধের ব্রাহ্মণবাড়িয়ায়-মম’র সঙ্গে শতাধিক নৃত্যশিল্পীর নাচ | ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া পর্ব

ওরে আয় আয় আয় সাধের ব্রাহ্মণবাড়িয়ায়-মম’র সঙ্গে শতাধিক নৃত্যশিল্পীর নাচ | ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া পর্ব ২০১৮ |

মেঘনা-কন্যা তিতাস নদী বিধৌত, অসংখ্য জ্ঞানী-গুণীর বিভিন্ন অবদানে ঋদ্ধ- ব্রাহ্মণবাড়িয়া বিশ্বব্যাপী পরিচিত তার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। যুগে যুগে এ অঞ্চলে জন্মেছেন বহু সৃষ্টিশীল মানুষ যাঁদের আলোয় পুরো বাংলার সংগীতাকাশ উদ্ভাসিত হয়েছে। সুর আর সংগীতের বিশাল আকাশজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিপুলসংখ্যক নক্ষত্র উজ্জ্বল আলো বিচ্ছুরণ করে জ্বল জ্বল করে জ্বলছে। লোক সংস্কৃতির দিক থেকেও এ ভূখণ্ড বিশেষভাবে সমৃদ্ধ। ২০১৮ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির ব্রাহ্মণবাড়িয়া পর্বে প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান রচিত একটি গানে উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার এমনি নানান ঐতিহ্য ও ইতিহাস গাঁথা। গানটির সঙ্গে নাচ পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়ারই কৃতী শিল্পী অভিনয় তারকা জাকিয়া বারী মম, সঙ্গে ছিলেন স্থানীয় একদল নৃত্য শিল্পী।

গান: ওরে আয় আয় আয় সাধের ব্রাহ্মণবাড়িয়ায়...
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: হানিফ সংকেত
সংগীতায়োজন: মেহেদী
কণ্ঠশিল্পী: তানজিনা রুমা
নৃত্য পরিচালনা: মনিরুল ইসলাম মুকুল ও সাইফুল আমিন জিয়া।

নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
Label: Fagun Audio Vision
___________________________________
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
Planning & Direction by: Hanif Sanket
___________________________________

Ityadi Brahmanbaria episode: https://youtu.be/Gly3xCdJ7YE

___________________________________
Enjoy & stay connected with us!