আগর-আতর ও শীতল পাটি | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে বলা হয় দেশের আগর-আতরের আঁতুড়ঘর। এই আগর-আতরকে আবার অনেকেই বলেন তরল সোনা। কারণ ছোট-বড়-মাঝারি প্রতিটি আগর গাছই মূল্যবান এবং এখানকার আতর ও আগরবাতি যাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। যা থেকে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা।
আগর আতর, পর্যটন শিল্পে সমৃদ্ধ, চায়ের দেশ মৌলভীবাজার শীতল পাটির জন্যও বিখ্যাত। দেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন শীতল পাটি বুনন শিল্পের সঙ্গে জড়িত এখানকার কয়েকশত পরিবার।
২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বে এই দুটো বিষয়ের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনটিতে এগুলোর তৈরি পদ্ধতি দেখানোর সাথে সাথে এই শিল্পের সঙ্গে জড়িত কয়েকজনের সাক্ষাৎকার প্রচার করা হয়।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!