আমি জানি তুমি কি | Ami Jani Tumi Ki | রবি চৌধুরী | মডেল- পূর্ণিমা | ইত্যাদি আগস্ট ২০০১ পর্ব

প্রেমিক প্রেমিকার মধ্যে দৃঢ় বন্ধন থাকলে সে সম্পর্ক বেশ মিষ্টি হয়, একে অপরের প্রতি জন্মায় অগাধ বিশ্বাস। পরস্পরের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে একে অন্যকে খুব ভালো করেই চেনেন আর জানেন। আর তখনই প্রেমিক তার প্রেমিকাকে বলতে পারেন, ‘তোমার উপমা যে যাই বলুক, আমিতো জানি তুমি কি’। জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীর কণ্ঠে ২০০১ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে এমনি শিরোনামের একটি গান প্রচার করা হয়েছিলো। গানটিতে তার সঙ্গে মডেল হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

গান: আমি জানি তুমি কি...
[ Song: Ami Jani Tumi Ki ]
গীতিকার: লিটন অধিকারী রিন্টু
[ Lyricist: Liton Adhikary Rintu ]
সুর ও সংগীতায়োজন: আলী আকবর রুপু
[ Tune & Music Arrangement: Ali Akbar Rupu ]
শিল্পী: রবি চৌধুরী
[ Singer: Robi Chowdhury ]
মডেল: দিলারা হানিফ পূর্ণিমা
[ Model: Dilara Hanif Purnima ]

নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
Label: Fagun Audio Vision
___________________________________
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
Planning & Direction by: Hanif Sanket

Random Video