যারে মন যা ক্ষ্যাপা তুই | Jare Mon Ja Khyapa Tui | মমতাজ | Momtaz | ইত্যাদি জুন ২০০১ পর্ব

আমাদের গানের ভুবন বিশাল ও বৈচিত্র্যময়। আমাদের চেষ্টা থাকে গানের কথা, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে কিছুটা হলেও এই বৈচিত্র্যকে তুলে ধরা। সেই ধারাবাহিকতায় ২০০১ সালের জুন মাসে প্রচারিত ইত্যাদিতে সহজ-সরল স্বাভাবিক ভাষায় আধ্যাত্মিক ভাব-ভাবনায় মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা একটি মরমি গানে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। গানটির চিত্রায়ণে মমতাজের সঙ্গে অংশ নিয়েছেন বেশ ক’জন বাউল শিল্পী।
উল্লেখ্য ২০০০ সালের জুন মাসে প্রচারিত ইত্যাদির মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় আবির্ভাব ঘটে বর্তমানে ফোক সম্রাজ্ঞী বলে খ্যাত শিল্পী মমতাজ এর। ‘রিটার্ন টিকেট হাতে নিয়া...’ গানটির মাধ্যমে তিনি প্রথম টিভি দর্শকদের অভিবাদন জানান।

গান: যারে মন যা ক্ষ্যাপা তুই
[ Song: Jare Mon Ja Khyapa Tui ]
গীতিকার: মোহাম্মদ রফিকউজ্জামান
[ Lyricist: Mohammad Rafiquzzaman ]
সুর ও সংগীতায়োজন: আলী আকবর রুপু
[ Tune & Music Arrangement: Ali Akbar Rupu ]
শিল্পী: মমতাজ
[ Singer: Momtaz ]

নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
Label: Fagun Audio Vision
___________________________________
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
Planning & Direction by: Hanif Sanket
___________________________________
পুরো অনুষ্ঠান: https://youtu.be/Mv6vPmGg9a4
___________________________________
Enjoy & stay connected with us!