ফ্যান নিয়ে ঘ্যানঘ্যান | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

দাম্পত্য কলহ সবসময় যে দম্পতির অতিশয় ক্ষতিকর বিষয় নিয়েই হয় তা নয়। এই যেমন ধরুন-আমরা জানি, শীত এলে কম্বলের আদর বেড়ে যায়, ফ্যানের কদর কমে যায়। কিন্তু স্বামী-স্ত্রী’র দু’জনের মধ্যে একজন যখন এই আদর-কদরের হিসাবে গোলমাল করে ফেলেন, তখনই বাধে বিপত্তি। তখন তাদের ঝগড়া বা কথার রগড়া-রগড়িতে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা সুস্থ পরিবেশকেও অসুস্থ করে তুলতে পারে। ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বের এই নাট্যাংশটিই তার প্রমাণ।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!