ইত্যাদিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলাবতী নাগ | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

কিছুদিন আগেও যেখানে ভিটার ওপর ঘরের একটি কাঠামো দাঁড়ানো ছিল, সেখানে এখন কেবলই ভেজা মাটির একটি শূন্য ভিটা। সংরক্ষণের অভাবে সেই ভিটামাটির চিহ্নও মুছে যাওয়ার পথে। এটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, নারী আন্দোলনের পথিকৃত এবং নারী জাগরণের অগ্রদূত লীলাবতী নাগের পৈত্রিক ভিটা। ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বের শুরুর প্রতিবেদনে লীলা নাগের পৈত্রিক ভিটার বেহাল দশার চিত্র তুলে ধরে যেমন সংরক্ষণের দাবী তোলা হয়, তেমনি তুলে ধরা হয় প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের ভিন্ন এক উপাখ্যান। প্রতিবেদনটিতে আরো দেখানো হয়েছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর স্মৃতিসৌধসহ এ জেলার মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন।


Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!