ভূপেন হাজারিকা - মোরা যাত্রী একই তরণীর

আধুনিক গান - ভূপেন হাজারিকা - মোরা যাত্রী একই তরণীর

মোরা যাত্রী একই তরণীর,
সহযাত্রী একই তরণীর
যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে
গর্ব মোদের প্রগতির।।

প্রভু চোখ মেলে চাও
দেখ স্বর্গ হতে,
ও মহা প্রভু, কী শুন্য সাগর,
এই তরী পৃথিবীর সারা মানবজাতির,
তাই ঈশ্বর গড়ে দিন মিলনের নৌকো
চোখ কারও কালো কারও নীল কারও পিঙ্গল,
তাই তো দেখি তোমার আমার
একই আকাশ একই ধরণী।