প্রেমের তালায় সজ্জিত সিউল টাওয়ার | ইত্যাদি মৌলভীবাজার পর্ব ২০২৩

কথায় বলে, প্রেমের আবেগে মানুষ অন্ধ হয়ে যায়। তবে সত্যিকার অর্থে অন্ধ না হলেও প্রেম টিকিয়ে রাখার জন্য অনেকেই অনেক ধরণের পদ্ধতি অবলম্বন করেন। প্রেমের জগতে একেবারে একবিংশ শতাব্দীর কনসেপ্ট হলো ‘লাভ লক’ বা প্রেমের তালা। কিন্তু এভাবে ভালোবাসাকে তালা-চাবি দিয়ে বন্দি করা যায় কিনা কিংবা সারাজীবনই বদ্ধ তালার মতোই তাদের ভালোবাসা অটুট থাকবে কিনা সেটা তারাই ভালো বলতে পারবেন। তবে ইউরোপ-আমেরিকা ছাড়িয়ে এই কনসেপ্ট ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, এমনকি আমাদের দেশেও। এশিয়ায় প্রেমের তালার জন্য বিখ্যাত একটি স্থান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ‘নামসান সিউল টাওয়ার’। ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রচারিত ইত্যাদির মৌলভীবাজার পর্বে এই ‘এন সিউল টাওয়ার’ এর উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়।

Ityadi Moulvibazar Episode: https://youtu.be/41OiscoBhY0

___________________________________
Enjoy & stay connected with us!