আবদুর রহমান বয়াতি - দে দে দে, পাল তুলে দে (পবন দাস বাউল)

দে দে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না।
কূলেতে নৌকা মাঝি, যাবো মদিনা।

দুনিয়ার নবী এলো, মা আমিনার ঘরে,
কাঁদিলে হাজার মানিক, হাসিলেতো মুক্তা ঝরে।
ও দয়াল মুর্শিদ যার সখা, তার পাড়ের ভাবনা?
আমার, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা।

ও নূরের রৌসনীতে, দুনিয়া গেছে ভরে,
ও নূরের বাতি জ্বলে, মদিনার ঘরে-ঘরে,